ভার্চুয়াল মাধ্যমে রিমোটের বোতাম টিপে কলকাতা চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের (Chittaranjan Cancer Institute) দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার সেই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ছিলেন শান্তনু ঠাকুর।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "প্রধানমন্ত্রীর জন্য আমি এই অনুষ্ঠানে উপস্থিত আছি। বাংলার এই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দুবার ফোন করেছিলেন। কোভিডের ফাস্ট ওয়েভের সময় স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজন ছিল। সেই সময় নিউটাউনের এই ক্যাম্পাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এর উদ্বোধন আগেই হয়ে গিয়েছে।" মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "রাজ্য এই হাসপাতাল তৈরির খরচের ২৫ শতাংশ অর্থ দিয়েছে। রেকারিং খরচও রাজ্য দেবে।"
আরও পড়ুন: মোদীর কনভয় ঘিরে বিক্ষোভ, 'অত্যন্ত কড়া' পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র
নিউটাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ক্যানসারের সব অত্যাধুনিক সুবিধা থাকবে এখানে। থাকবে নিউক্লিয়ার মেডিসিন, আত্মীয়দের থাকার গেস্টরুমও।এই হাসপাতালের ক্যাম্পাস তৈরি করতে ১০০০ কোটি টাকা খরচ হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠানে এসে বলেন, "নাগরিকদের সুবিধা হবে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের এই ক্যাম্পাসে। দুঃস্থদের ক্যানসার চিকিৎসায় এই হাসপাতাল বড় ভূমিকা নেবে। এক বছরের কম সময় ১৫০ কোটি টিকা সম্পূর্ণ হয়েছে দেশে। এটা আত্মনির্ভরতা ও আত্মগৌরবের প্রতীক।"