গঙ্গার জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। আগামী ৬ মার্চ আবার বঙ্গসফরে এসে তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার সংবাদ সংস্থা পিটিআই-কে এমনই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গতবছরের মাঝামাঝি সময় এই মেট্রো পথে সফল মহড়া হয়েছে। গত বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধন ও হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। শনিবার রেল মন্ত্রী জানিয়েছেন, আগামী ৬ মার্চ রাজ্যে এসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দেশে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়। সেই মহানগরীর মুকুটেই ফের নতুন পালক। এবার দেশে প্রথম কোনও শহরে নদীর তলা দিয়ে যাবে মেট্রো। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড, এই চারটি স্টেশন গঙ্গার নিচে থাকবে। মোট ৪.৮ কিলোমিটার দূরত্ব। ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদীখাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতরে মেট্রোর দুটি সুড়ঙ্গ তৈরি হয়েছে। যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল রঙের LED আলো বসানো হয়েছে। গঙ্গার নিচে মেট্রোতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল। বসানো হচ্ছে উচ্চক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার।