যাদবপুরে মৃত ছাত্রের তদন্ত মামলায় যুক্ত হল পকসো। সূত্রের দাবি, নিহত পড়ুয়া নাবালক। যাদবপুর থানায় করা অভিযোগপত্রে এমনটাই দাবি করা হয়েছিল পরিবারের তরফ থেকে। এমনকি, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন তিনিও এই ঘটনায় পকসো করা রজু করা উচিত বলে দাবি তুলেছিলেন। সব মহলের এই দাবির সামনে কার্যত নতি স্বীকার পুলিশের। সেই কারণেই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় যুক্ত হল পকসো ধারা।
JU Student Death: ধৃত দীপশেখরকে ব়্যাগিং করতেন অন্যতম অভিযুক্ত সৌরভ, আদালতে দাবি আইনজীবীর
ঘটনার পরেই তাঁর বাবা খুনের মামলা রজু করেছিলেন, যেখানে বয়সের উল্লেখ ছিল। এত বড় ঘটনা পুলিশের নজর এড়াল কী ভাবে,তা নিয়েও উঠছে প্রশ্ন। পকসো আইনে মামলা রজু হতেই নির্যাতিতর সমস্ত পরিচয় গোপন রাখবে এডিটরজি বাংলা। সূত্রের খবর, শনিবার শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় কলকাতা পুলিশ ও রাজ্যপালকে চিঠি দেওয়ার পর এই পকসো আইনের বিষয়টি সামনে আসে।