কলকাতায় শুরু কালীপুজোর ভাসান। মূলত সকাল থেকে শহরের প্রতি ঘাটে বাড়ির ঠাকুরগুলির বিসর্জন হয়েছে। তবে আজ আরও কড়া হতে চলেছে পুলিশ। দীপাবলিতে শব্দ দানবের দাপাদাপি রুখতে শহরে প্রতিটি বহুতলের ছাদের উপর কড়া নজর রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বাজির দাপট ঠেকাতে মোতায়েন করা হয়েছে আরও পাঁচ হাজার পুলিশ।
শব্দ বাজি ফাটানোর অভিযোগ কালীপুজোর রাতে মোট ৮০ জনকে আটক করা হয়েছিল। লালবাজার সূত্রে খবর, নিষিদ্ধ বাজির উপর নজরদারি রাখতে শহরের নয়টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশের বিশেষ টিম। দক্ষিণ কলকাতার রাসবিহারী কানেক্টরের তিনটি পয়েন্টে এই টিম থাকবে। এছাড়াও টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর, চেতলা, স্ট্র্যান্ড রোডের কয়েকটি জায়গায় এক জন সার্জেন্টের অধীনে থাকছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ৪ থেকে ৬ জন করে পুলিশকর্মী। বিসর্জনের সময় যাতে ডিজের উপদ্রব না হয়, সেদিকেও কড়া নজরদারি থাকছে পুলিশ টিমের।
কালীপুজোর রাতেও কলকাতার বেশ কিছু পকেটে নিষিদ্ধ শব্দ বাজি ফেটেছে। ওই পকেটগুলি দীপাবলির সন্ধে থেকেই নজরদারি দ্বিগুণ করা হয়েছে। ইতিমধ্যে শহরের ২৮টি থানা এলাকার বেশ কয়েকটি বহুতলকে চিহ্ণিত করা হয়েছে। নজর রাখা হবে ওই বহুতলের ছাদের উপরেও।