সল্টলেক কাণ্ডে দফায় দফায় জেরার পর গ্রেফতার মৃত রনি দত্তের প্রেমিকা ও তার ফেসবুক-বন্ধু। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলেই জানায় পুলিশ। ধৃতরা হলেন অনুশীলা চৌধুরী এবং অরিজিৎ পাত্র।
শুরু থেকেই পুলিশের সন্দেহ ছিল, সল্টলেকে যুবকের রহস্যমৃত্যুর পেছনে রয়েছে ত্রিকোণ প্রেম। মৃত রনি দত্তের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করে সেই সন্দেহ আরও বাড়ে পুলিশের। অবশেষে শনিবার রনির পরিবারের অভিযোগের ভিত্তিতে অনুশীলা এবং অরিজিৎকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানা।
বুধবার রাতে ওই ঘর থেকে চিৎকার-চেঁচামিচির শব্দ পেয়ে বাকি অতিথিরা আপত্তি জানান। গেস্ট হাউজের কর্মীদের বারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘর খুলে দেখতে পায়, বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন ওই তরুণী। পাশাপাশি, ওই যুবককে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলতে দেখেন গেস্ট হাউজের কর্মীরা। জানা যায়, রনি দত্ত নামক ওই যুবক মাস দুয়েক ধরে নাম ভাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে ওই গেস্ট হাউজে লিভ-ইন করছিলেন।