কোথাও গুগল, আবার কোথাও মাইক্রোসফটের মতো বহুজাতিক সংস্থার নাম করে প্রতারণা অভিযোগ। কোথাও টেকনিক্যাল সহায়তার নাম করে প্রতারণা। তপসিয়া ও সেক্টর ফাইভে হানা দিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ল্যাপটপ-ডেস্কটপের টেকনিক্যাল হেল্পডেস্কের নামে প্রতারণা। উদ্ধার করা হয়েছে প্রচুর মোবাইল ফোন ও ল্যাপটপ ।
বুধবার তপসিয়া এলাকার একটি ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে তারা মার্কিন নাগরিকদের প্রতারণা করত বলে অভিযোগ। অন্য়দিকে সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে হানা দেয় বিধাননগর পুলিশ।
এখানে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ২০২০ সাল থেকে এই প্রতারণা চক্র চলছিল। মাইক্রোসফট ও গুগলের নাম করে চলত প্রতারণা। পুলিশ সূত্রে খবর, মূলত আমেরিকা, স্পেন ও ফ্রান্সের বাসিন্দাদের টার্গেট করত এরা।