প্রথমে জুনিয়র ডাক্তারদের উপর হামলা। তারপর সেই দায় তৃণমূল সরকারের উপর চাপিয়ে দেওয়া। এই ষড়যন্ত্র করার অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হল বাম যুব সংগঠনের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে। শনিবার, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে কলতানকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় সঞ্জীব নামের আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ওই অডিও ক্লিপে একজন ক এবং একজন স বলে দাবি করা হয়েছিল। কুণালের অভিযোগ ছিল, জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক কষেছেন এক বামনেতা ও আর এক অতিবাম নেতা।
এই অভিযোগের ভিত্তিতে শুক্রবারই সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, শুক্রবার লালবাজার অভিযান বাম নেতাদের সঙ্গে রাতে ফিয়ার্স লেনে ছিলেন কলতান। শনিবার ভোরে আর এক বাম নেতা সংগ্রাম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। তাঁদের পিছু ধাওয়া করে টালিগঞ্জ ফাঁড়ির কাছে ওই দুই নেতাকে প্রথমে আটক করা হয়। সংগ্রামকে ছেড়ে দেওয়া হলেও, কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কলতান দাশগুপ্তকে।