গার্ডেনরিচ কাণ্ডের মূল চক্রী আমির খান গ্রেফতার। অনলাইন গেমিং চক্রের মূল পাণ্ডাকে শুক্রবার গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। ওই অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, ইডি স্ক্যানারে আসার পর থেকেই গা ঢাকা দেয় আমির। বিভিন্ন জায়গায় থাকার পর সে যায় গাজিয়াবাদে এক আত্মীয়ের বাড়ি। ট্রানজিট রিমাণ্ডে তাঁকে রাজ্যে আনা হবে বলেই খবর। তবে তিনি বিদেশে পালানোর ছক কষেছিলেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
আরও পড়ুন- Bankura Elephant Attack: পুজোর আগে হাতির দাপট, ভয় বাড়ছে বাঁকুড়ার একাধিক গ্রামে
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর আমিরের বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা। সাড়ে ১৪ ঘন্টার তল্লাশি শেষে টাকার অঙ্ক বেড়ে হয় সাড়ে ১৭ কোটি। কলকাতার তিন জায়গায় হানা দিয়েছিল ইডি। এর মধ্যে ছিল বন্দর এলাকা গার্ডেনরিচ। আমির খানের বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিক প্যাকেটে মোড়া নোটের তারা। নোট গুনতে খবর যায় ব্যাঙ্কে। আটটি মেশিনের চেষ্টায় শেষ হয় গণনা।