'চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।’ বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হওয়ার পর এমনটাই বললেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, এসএফআই বলেছিল বিধানসভায় আসবে, এসে দেখিয়েছে। শুক্রবার পুলিশি ধরপাকড়ের মাঝেও বিধানসভার গেটে পৌঁছে যান এসএফআই কর্মী-সমর্থকরা। বিধানসভার ওয়েস্ট গেটে উঠে পড়েন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বেশকিছু নেতা-কর্মী। এর মধ্যেই পুলিশ তাঁদের বাধা দিতে এলে বচসায় জড়িয়ে পড়েন এই বাম ছাত্র সংগঠনের কর্মীরা। বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগে সৃজনকে টানতে টানতে তোলা হয় প্রিজন ভ্যানে।
শুক্রবার এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার বাধে কলকাতার বিভিন্ন প্রান্তে। শুক্রবার মিছিল শুরুর আগেই শিয়ালদহ থেকে এসএফআই নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ। আটক করা হয় এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ নিসার এবং সভাপতি দেবাঞ্জন দে সহ একাধিক নেতা-কর্মীকে। হাওড়া থেকেই আটক হন এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর-ময়ূখ বিশ্বাস। তাঁর পাশাপাশি আটক হন বর্ধমান-হুগলি-হাওড়ার নেতারা।
আরও পড়ুন- West Bengal Govt on strike: ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য, চার বেলায় হাজিরা খাতায় সই সরকারি কর্মচারীদের