সল্টলেকে বৃদ্ধা খুনে নয়া তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে বিবাদ ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকের। আর তার জেরেই স্ত্রীকে খুন করেন যদুনাথ মিত্র। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোটে অবসাদের উল্লেখ পাওয়া গিয়েছে। স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন যদুনাথ মিত্র। কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন চুরাশি বছরের বৃদ্ধ।
পুলিশ জানিয়েছে, এই দম্পতির দুই মেয়ে। একজন থাকেন সিঙ্গাপুরে। অন্যজন নিউটাউনে। নিউটাউন এলাকায় একটি জমি ছিল। যা সম্প্রতি কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হয়। আর তা নিয়েই নাকি নিত্য অশান্তি লেগে থাকত স্ত্রী ও মেয়ের সঙ্গে।
পুলিশের দাবি, এই ক্ষোভ থেকেই স্ত্রীকে খুন করেন যদুনাথ মিত্র। এবং নিজে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় আপাতত তিনি হাসপাতালে। এই ঘটনায় এক মেয়ে ও বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।