হাওড়ায় টাকা উদ্ধার কাণ্ডের তদন্তে নেমে আরও ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেল পুলিশ। এর মধ্যে মোট ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে। মঙ্গলবার শৈলেশ পাণ্ডের স্ট্র্যান্ড রোডের অফিসে হানা দেয় পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিও। এখনও পর্যন্ত মোট ১৩৪ কোটি টাকার সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তকারী আধিকারিদের ধারণা, শৈলেশ পাণ্ডের দুর্নীতির জাল বিদেশেও ছড়িয়ে ছিল।
হাওড়ার শিবপুরের টাকা উদ্ধার কাণ্ডের তদন্তে নেমে একাধিক তথ্য হাতে আসে পুলিশের। নরেন্দ্রপুরের যে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অভিযোগ থেকে এই টাকার সন্ধান পাওয়া যায়, সেই ব্যাঙ্কেই আরও ১৭টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক মারফৎ জানা গিয়েছে, ৬ অ্যাকাউন্টে গত ৬ মাসে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। বর্তমানে সেই সব অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। তদন্তের কিনারা করতে তদন্তে গতি বাড়াচ্ছে পুলিশ।
আরও পড়ুন: কেদারনাথে পূর্ণ্যার্থী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৭
প্রসঙ্গত, নরেন্দ্রপুরের একটি রাষ্টায়ত্ত্ব ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক লেনদেন নজরে পড়ে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপই তদন্তে নেমে শিবপুরের একটি অভিজাত আবাসনের গাড়ি থেকে ও বাড়ি থেকে টাকা ও গয়না উদ্ধার করে পুলিশ।