BJP Nabanna Abhijan: জায়গায় জায়গায় আটক বিজেপি কর্মীরা, ব্যারিকেড-গার্ডরেলে দুর্ভেদ্য নবান্ন চত্বর

Updated : Sep 20, 2022 11:52
|
Editorji News Desk

বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। নবান্ন অভিযানে বাধা পেয়ে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথ অবরোধ বিজেপির। বিজেপি কর্মীদের নবান্নমুখী একের পর এক বাস রাস্তায় আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এর জেরেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে নন্দীগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেন। হলদিয়া-মেচেদা ১১৬নং জাতীয় সড়কে মহিষাদলের কাপাসএড়্যা, নন্দকুমার এবং তমলুকের সোনাপেতা টোলপ্লাজার কাছে বিজেপির অবরোধ। পাশাপাশি, ডানলপে কর্মীদের আটকানোয় অবরোধ বিজেপির।

শুধু তাই নয়, সোমবার থেকেই কলকাতামুখী বহু কর্মী-সমর্থককে পুলিশ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ করে বিজেপি। বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়ার পাশপাশি, উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকেই আসা এই অভিযোগে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযান ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির মিছিল আটকাতে নবান্নমুখী বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। রাখা হচ্ছে জলকামান, ড্রোন। 

আরও পড়ুন- Dilip Ghosh: 'যেখানে আটকাবে, সেখানেই বসে পড়বেন', নবান্ন অভিযানের আগেই কর্মীদের ভোকাল টনিক দিলীপের

শুধু কর্মী-সমর্থকদের বাধাদান নয়। বিজেপির এই কর্মসূচি আটকাতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসনও। জায়গায় জায়গায় গার্ডরেল, ব্যারিকেডে ছয়লাপ রাস্তাঘাট। এমনকী রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসানোর ছবিও দেখা গিয়েছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকা, সাঁতরাগাছিতে। হাওড়ার জিটি রোডে রাস্তা খুঁড়ে বসানো হয়েছে গাছের খুঁটি। তার সঙ্গে শক্ত করে বাঁধা পুলিশের ব্যারিকেড। যাতে কোনওভাবেই এই রাস্তা পার করতে না পারেন বিজেপি কর্মীরা। কারণ, এই জিটি রোড সোজা চলে যাচ্ছে নবান্নের দিকে। শুধু তাই নয়, একটা ব্যারিকেডের সঙ্গে অন্য ব্যারিকেড ঝালাই করে দেওয়া হয়েছে। তবে এসব করেও বিজেপিকে রোখা যাবে না, জানিয়ে দিয়েছেন সুকান্ত-দিলীপরা।

bjp west BengalNabanna RallyBJP Nabanna AbhijanWest Bengal police

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি