যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ওই ছাত্রকে বিবস্ত্র করে হস্টেলের বারান্দায় ঘোরানো হয়েছিল। যৌন নির্যাতনও চালানো হয়েছিল ওই ছাত্রের সঙ্গে। মঙ্গলবার লালবাজার সূত্রে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, ছাত্রমৃত্যুর ঘটনায় ব়্যাগিং হয়েছে, এমন প্রমাণও পেয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ব়্যাগিং বিরোধী আইনের ধারা যুক্ত করার কথাও জানিয়েছে পুলিশ। ৯ অগাস্ট রাতে কী হয়েছিল, তা জানতে লালবাজারে হস্টেলের রাঁধুনিকেও জেরা করছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, হস্টেলের ৭০ নম্বর ঘরে ওই ছাত্রকে বিবস্ত্র করানো হয়। এরপর তাঁকে বারান্দায় বিবস্ত্র অবস্থায় হাঁটানোও হয়। সেই রাতেই বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নিচে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: সৌরভকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাদবপুরকাণ্ডে আদালতে দাবি পুলিশের
হস্টেলের ৬৮ নম্বর ঘরে থাকতেন ওই প্রথম বর্ষের ছাত্র। বারান্দার কোন থেকে নীল রঙের হাফপ্যান্ট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। ওই পোশাক মৃত ছাত্রের বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। র