নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র অপ্রতিম দাসের রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারীরা। মৃত ছাত্রের লিভারে মদ এবং পকেটে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অপ্রতিম মত্ত অবস্থায় জলাশয়ে পড়ে গিয়েছিলেন। শ্বাসরুদ্ধ হয়েই মারা গিয়েছেন তিনি৷ তাঁকে কেউ ফেলে দিয়েছিল, নাকি তিনি নিজেই পড়ে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অপ্রতিমের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই।
Kolkata Police: প্রবীণদের জন্য স্মার্ট কার্ড চালু করল পুলিশ, পাওয়া যাবে বিশেষ সুবিধা
মৃত কলেজপড়ুয়ার বাড়ি মহামায়াতলায়। রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফরতাবাদ এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন অপ্রতিম। সেখানে খেতে খেতেই তিনি উঠে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
অপ্রতিমের মা দাবি করছেন, ছেলেকে খুন করেছেন বাবা। অন্যদিকে, অপ্রতিমের বাবার দাবি, মা-ই খুন করেছেন ছেলেকে। অপ্রতিমের দিদিমার দাবি, মৃত পড়ুয়ার বাবার একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে।