শহরের প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে কলকাতা পুলিশের 'প্রণাম' উদ্যোগ। এবার 'প্রণাম'-এর সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করল কলকাতা পুলিশ। এই স্মার্ট কার্ডের সাহায্যে একগুচ্ছ বিশেষ পরিষেবা পাবেন প্রবীণ নাগরিকরা।
সোমবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, স্মার্ট কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ‘প্রণাম’ সদস্যরা। পাশাপাশি বেশ কিছু মেডিসিন চেনের ওষুধ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ ছাড় পাবেন তাঁরা। রক্ত পরীক্ষা সহ বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে।
কলকাতা পুলিশের এই নতুন প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মন্ত্রীর কথায়, এর মাধ্যমে অনেকটাই সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা।