এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য উল্টোডাঙায়(Dead body found in Ultodanga)। মঙ্গলবার রাতে মির্জাবাগান এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটকও করেছে উল্টোডাঙা থানা(Bidhan Nagar Police Station)।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উল্টোডাঙার মির্জাবাগান এলাকায় বছর তিরিশের এক ব্যক্তির দেহ(Ultodanga Murder Case) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এসে দেহটি উদ্ধার করে উল্টোডাঙা থানার পুলিশ(Bidhan Nagar Police Station)। তদন্তে নামতেই জানা যায়, বছর তিরিশের ওই মৃত ব্যক্তির নাম আব্বাস আলি। তিনি দক্ষিণদাঁড়ির বাসিন্দা বলেই খবর।
আরও পড়ুন- Umran Malik: গুয়াহাটিতে রেকর্ড উমরান মালিকের, ভারতীয়দের মধ্যে দ্রুততম বল করলেন
পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মৃতের গলাতেও রয়েছে আঘাতের চিহ্ন। ওই ব্যক্তি খুন হয়েছেন(Ultodanga Murder Case) বলেই প্রাথমিক অনুমান পুলিশের। রাতেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।