সল্টলেকে খুন ও আত্মহত্যার চেষ্টার ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার করল পুলিশ। বাংলা ও ইংরেজিতে ওই নোট লেখা হয়েছে। যা পড়ে পুলিশের প্রাথমিক অনুমাণ, স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন যদুনাথ মিত্র নামে ৭৮ বছর বয়সী চিকিৎসক।
কী ঘটেছে?
সল্টলেকের একটি বাড়ি থেকে বুধবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সেক্টর ৩-র GC ব্লকে। পাশেই পড়েছিল বৃদ্ধার স্বামীর রক্তাক্ত দেহ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলেছে একটি রক্তমাখা ছুরি। মৃত বৃদ্ধার নাম মন্দিরা মিত্র। বয়স আনুমানিক ৭০ বছর। এবং তাঁর স্বামীর নাম যদুনাথ মিত্র। তিনি প্রাক্তন সেনা চিকিৎসক ছিলেন।
সুইসাইড নোট কী লেখা?
বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন বাংলা ও ইংরেজিতে সুইসাইড নোট লেখা হয়েছিল। তারমধ্যে বাংলায় লেখা রয়েছে মাত্র চার লাইন। সেখান থেকেই পুলিশ জানতে পারে, স্ত্রীকে খুন করার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন যদুনাথ। এবং ইংরেজি যে অংশ লেখা রয়েছে সেখান থেকে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন কারণে মানসিক হতাশায় ভুগছিলেন তাঁরা।
এদিকে ওই সুইসাইড নোটের হাতের লেখা পরীক্ষা করা হবে। ওই সুইসাইড নোট যদুনাথবাবু লিখেছেন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়িতে ছিলেন একজন ভাড়াটিয়া। তাঁর সঙ্গেও কথা বলছে পুলিশ।