টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যে নয়া তথ্য পেল পুলিশ। লিভ-ইন সম্পর্কে ছিলেন ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী দে(Actress Pallavi Dey) । এমনটাই মত গড়ফা থানার(Garfa Police Station) আধিকারিকদের। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।তবে কী সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটির জেরেই এই চরম সিদ্ধান্ত, না কী এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য? লিভ-ইন পার্টনারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের।
পল্লবীর(Tele Actress Pallavi Dey) ফেসবুক প্রোফাইল বলছে, ২০২১-এর ১৯ জুলাই তাঁর সম্পর্কের স্টেটাস ছিল ‘ইন আ রিলেশনশিপ’। সেই স্টেটাসে অনেকে অভিনন্দনও জানিয়েছিলেন। জানা গেছে, গত দেড় মাস ধরে এক সঙ্গীর সঙ্গে গড়ফা(Garfa) এলাকায় থাকতেন পল্লবী। আগে থাকতেন হাওড়ায়। রবিবার সকালে সিগারেট খেতে এসে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী। তার পর ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন তিনি।
আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, শনিবার এবং রবিবার দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, এবার তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।