দেড় দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়। অভিযোগ, খুন করা হয়েছে হরিদেবপুরের বাসিন্দা অয়ন মণ্ডলকে। অয়নের বান্ধবী ও তাঁর পরিবারের বিরুদ্ধেই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তোলাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এরপরই পরিকল্পনা করে বাড়িতে ডেকে ঠান্ডা মাথায় খুন করা হয় অয়নকে।
অয়ন মণ্ডলকে খুনের অভিযোগে অভিযুক্ত ৫ জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল অয়নের কাছে। কিন্তু সেই মোবাইল এখনও খুঁজে পাওয়া যায়নি। অয়ন ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশি জেরায় অয়নের বান্ধবীও এই আপত্তিকর ভিডিয়োর কথা জানায়। তার দাবি, কতটা ঠিক, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: চাল-কলা, মিষ্টির সঙ্গে প্রসাদে চিপস-কুরকুরে-ভুজিয়াও, দেবলীনার নাচের স্কুলে এলাহি আয়োজন
পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়িতেই খুন করা হয় অয়নকে। মাথায় ভারি কিছু দিয়ে মেরে অয়নকে খুন বলে অভিযোগ। বাঁশ ও রড দিয়েও পরে মারা হয়। পুলিশের তদন্তেই এই তথ্য প্রকাশ্যে আসে। কিন্তু সব জেনেও নির্লিপ্তি ছিল অয়নের বান্ধবীর পরিবার। একাদশীতে অয়নের বাড়িতেও যায় অয়নের বান্ধবী। মায়ের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলে সে। সেটাই পুলিশকে বেশি ভাবাচ্ছে।