Pallavi Death Update : সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, জেরায় ডাকা হতে পারে পল্লবীর বাবা-মাকে

Updated : May 21, 2022 12:29
|
Editorji News Desk

টেলি অভিনেত্রী পল্লবী দের (Pallabi dey) মৃত্যু ঘটনায় ফের নয়া বাঁক। এবার প্রয়াত অভিনেত্রীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এমনটাই দাবি পুলিশ (Police) সূত্রে। ইতিমধ্য়েই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty) নামের এক যুবককে। তার বিরুদ্ধে খুনের অভিযোগের পাশাপাশি আর্থিক তছরুপের (Money laundering) অভিযোগও দায়ের করেছে পল্লবীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীর বাবা-মাকে ডাকতে পারেন তদন্তকারীরা। যদিও পুলিশ সূত্রের খবর, ধৃত যুবক এবং মৃতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখেও এমন কোনও সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া যায়নি। সেই কারণেই কেন তাঁরা এমন অভিযোগ করেছেন, মৃতার বাবা-মাকে ডেকে পাঠিয়ে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পল্লবীর বাবা নীলু দের দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সবটাই পুলিশকে জানানো রয়েছে। তাঁদের টাকা ফেরত পাওয়ার দরকার নেই। শুধু মেয়ের মৃত্যুর বিচার চান। এর পরেও পুলিশ যদি কিছু জানতে চায়, তাদের নিশ্চয়ই জানানো হবে বলে জানিয়েছেন নীলু দে।

পল্লবীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার তাঁর ভাই জিৎকে জিজ্ঞাসাবাদ করেছিল গরফা থানার পুলিশ। সাগ্নিকের রাজারহাটে‌র কল সেন্টারে জিতের যাতায়াত নিয়েও জানতে চাওয়া হয় বলে খবর। সাগ্নিকের ওই কল সেন্টার থেকে অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশে ফোন করা হত বলেই তদন্তকারীরা জানতে পেরেছেন। ঐন্দ্রিলা ও সাগ্নিকের সম্পর্ক নিয়েও জিৎকে একাধিক প্রশ্ন করা হয়। যদিও পুলিশি জেরায় তিনি ঐন্দ্রিলার সম্পর্কে কোন‌ও অভিযোগ জানাননি বলেই লালবাজার সূত্রের খবর।

PoliceGarfa Death MysteryPallavi Dey Death

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি