যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (JU Student Death) একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে । ঘটনার দিন রাতে ঠিক কী হয়েছিল, তা জানতে আরও এক বার হস্টেলের সুপার এবং ডিন অফ স্টুডেন্টকে ডেকে পাঠাতে পারে পুলিশ । এমনটাই জানা যাচ্ছে । সেইসঙ্গে আরও একটি তথ্য উঠে আসছে যে, যাদবপুরের ওই ঘটনার পরেই হস্টেল ছেড়েছেন বেশ কয়েকজন । কিন্তু কেন ? খতিয়ে দেখছে পুলিশ ।
৯ অগাস্ট যাদবপুরের মেন হস্টেল থেকে প্রথম বর্ষের ওই ছাত্রের দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার পর স্টেলে কয়েক জন ছাত্র আলোচনায় বসেছিলেন। কী নিয়ে আলোচনা হয়, জানার চেষ্টা করছে পুলিশ ।
এদিকে, হস্টেলের ছাত্রদের একাংশের তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনার পর থেকেই হস্টেল ছেড়েছেন কয়েক জন পড়ুয়া । তাঁদের মধ্যে কারও কারও যথেষ্ট প্রভাব রয়েছে হস্টেলে । একজন আবার রাজ্যের বাইরে, উত্তর ভারত চলে গিয়েছেন । কেন এতজন পড়ুয়া হস্টেল ছেড়েছেন, ছাত্রমৃত্যুর সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ ।
আরও পড়ুন, JU student Death : যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৫, ধৃতেরা যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র
বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রাজ্য । মৃত ছাত্রের বাবা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন । ছেলেকে ব়্যাগিং করা হয়েছে বলে অভিযোগ তোলেন । ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের মধ্যে একজন হলেন যাদবপুরের প্রাক্তণী । আরও দুইজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ।