অবশেষে আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে নিল কলকাতা পুলিশ। আন্দোলনকারী পড়ুয়াদের আটকাতে যে ব্যারিকেড দেওয়া দেওয়া হয়েছিল তা খুলে দেওয়া হল। একইসঙ্গে বি বি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত অর্থাৎ ফিয়ার্স লেনের যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখান থেকে আরও ১০০ মিটার পর্যন্ত আন্দোলনকারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ব্যারিকেড খুলে দেওয়ার পর, মানব বন্ধন করে বি বি গাঙ্গগুলি স্ট্রিট পর্যন্ত মিছিল শুরু করেন তাঁরা। মিছিল শুরু পর 'আমরা করব জয়' গান শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। পাশাপাশি তাঁরা বিচারের দাবিতে স্লোগানও তোলেন। একইসঙ্গে প্রতীকী মেরুদণ্ডও ছিল তাঁদের কাছে।
সোমবার লালবাজার অভিযান কর্মসূচি গ্রহণ করেছিলেন জুনিয়ার ডাক্তাররা। কিন্তু ফিয়ার্স লেন পৌঁছনোর পর তাঁদের আটকে দেয় পুলিশ। প্রায় ৯ ফুট উচ্চতার ব্যারিকেড তৈরি করা হয়। এরপর সেখানেই শান্তিপূর্ণ আন্দোলনে বসেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সারারাত ফিয়ার্স লেনের আন্দোলনস্থলেই অবস্থান করেছিলেন তাঁরা।
বিক্ষোভরত চিকিৎসকদের মূলত তিনটি দাবি ছিল। প্রথমত, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। দ্বিতীয়ত, আন্দোলনরত চিকিৎসকদের লালবাজার পর্যন্ত যেতে দিতে হবে এবং তৃতীয় দাবি ছিল, যদি আন্দোলনকারীদের না যেতে দেওয়া হয় তাহলে আন্দোলনকারীদের কাছে গিয়ে দেখা করতে হবে বিনীত গোয়েলকে।
মঙ্গলবারও দফায় দফায় পুলিশের সঙ্গে আলোচনা হয় আন্দোলনকারীদের। সবশেষে সিদ্ধান্ত হয়, ব্যারিকেড তুলে নেবে কলকাতা পুলিশ। এবং আন্দোলনকারীরা ১০০ মিটার এগিয়ে যান। এবং ২২ জনের একটি দল লালবাজার গিয়ে ডেপুটেশন দেন জুনিয়ার ডাক্তাররা।