যাদবপুরের হস্টেলে পড়ুয়ার (Jadavpur University Mysterious Death) মৃত্যুর ঘটনা। এবার বিশ্ববিদ্যালয় চত্বরে গেল যাদবপুর থানার পুলিশ। হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার। কীভাবে এই মৃত্যু, এবার ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ।
ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছেন পড়ুয়া স্বপ্নদীপের মামা অরূপ কুন্ডু। তিনি বলেন, "হ্যাঁ, ব়্যাগিং হয়েছে। না হলে ওর মতো, ছেলে আত্মহত্যা করতে পারে না। ক্লাস অ্যাটেন্ড করেছে। কালকেও ক্লাস করে বাবার সঙ্গে কথা বলেছে। বিশ্ববিদ্যালয় নিয়েও কোনও সমস্যা নেই।"
আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে কি প্রাক্তনীদের ব়্যাগিং, উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জয়দীপ ঘোষ জানান, "আমরা ক্লাসে তেমন নোটিস করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য, যে আমরা দেখতে পাইনি। বন্ধুরা বলেছে, ও হতাশ ছিল। প্রথম দুদিন যতটা সতস্ফূর্ত ছিল, তৃতীয় দিন তেমন ছিলেন না।"