হরিদেবপুর হত্যাকান্ডের প্রায় এক সপ্তাহ পর মিলল মৃত অয়নের মানিব্যাগ। অয়নের বান্ধবীকে জেরা করে এই তথ্য পায় পুলিশ। এরপর সন্ধান চালাতেই বান্ধবীর বাড়ির পিছনের ঝোপজঙ্গল থেকে উদ্ধার হয় মৃত অ্যাপ বাইক চালকের মানিব্যাগ। তবে এখনও উধাও অয়নের মোবাইল ফোন।
পুলিশ সূত্রে খবর, খুব বেশি টাকা ছিল না অয়নের মানিব্যাগে। এছাড়া ব্যাগে ছিল বেসরকারি ব্যাঙ্কের দু'টি এটিএম কার্ড। সেই সঙ্গে মানিব্যাগে অয়ন মন্ডলের পরিচয়পত্রের কপিও উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন- Manik Bhattacharya :মানিকের বাড়িতে ইডির হানা, উদ্ধার মনোনীত চাকরিপ্রার্থীদের নাম-সহ সিডি
তবে ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও অয়নের মোবাইলের খোঁজ পায়নি পুলিশ। ফোন হাতে পেলে রহস্যের জট খোলার সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে মত হরিদেবপুর থানার আধিকারিকদের।