চলতি মাসের ২৯ তারিখ ধর্মতলায় ছাত্র-যুব সমাবশের ডাক দিয়েছে তৃণমূল। তার জেরে ডিএ আন্দোলনকারীদের সেদিন ধর্না বন্ধের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। ধর্মতলার ওই সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। ফলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা ভেবে ওইদিন আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ স্থগিত রাখার কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, আন্দোলকারীদের দাবি, আদালতের নির্দেশে শহীদ মিনারের কাছে ধর্না দিচ্ছেন তাঁরা। ফলে নিজেদের সিদ্ধান্ত থেকে তাঁরা সরে আসতে পারবেন না বলেও জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা।