আনিস খানের মৃত্যুর(Anish Khan Murder) প্রতিবাদে এসএফআই(SFI) সহ চার বাম ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো রাসবিহারী মোড়ে(Rasbehari More)। অভিযোগ, মিছিল শুরু হতেই ছাত্রনেতাদের আটক করে পুলিশ(Police)। শুধু বাম ছাত্র সংগঠনের কর্মীদেরই নয়, পথচলতি সাধারণ মানুষজনকেও আটক করা হয় বলে অভিযোগ।
শুক্রবার আনিস খানের মৃত্যুর(Anish Khan Murder) প্রতিবাদে রাসবিহারী অ্যাভেনিউ মোড় থেকে ভবানী ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় এসএফআই(SFI), এআইএসএফ(AISF), পিএসইউ(PSU) এবং ছাত্র ব্লক(AISB)। চারটি বাম ছাত্র সংগঠনের ডাকে মিছিল শুরু হতেই পথ আটকায় বিশাল পুলিশবাহিনী(Police)। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাম ছাত্ররা(Left wing students)। এরপর আচমকাই শুরু হয় ধরপাকড়। এসএফআইয়ের(SFI) সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস(Mayukh Biswas), রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharya) সহ একাধিক ছাত্র নেতৃত্বকে আটক করা হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে এসএফআই(SFI) এবং ডিওয়াইএফআই(DYFI) নেতৃত্বের মিছিল করার কথা রয়েছে আমতায়। এর পাশাপাশি, শনিবার হাওড়ার গ্রামীণ এসপি(SP Howrah Rural) সৌম্য রায়ের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বামেরা।