রোদ্দুর রায়ের (Roddur Roy) আয়ের উৎস এবার খুঁজে দেখবে পুলিশ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখা হবে। তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তা তদন্তে জানতে পেরেছে পুলিশ। এবার সেসব অ্যাকাউন্টে কী কী আর্থিক লেনদেন হয়েছে, তাও খতিয়ে দেখা হবে। তবে তদন্তের এই প্রক্রিয়ায় খুশি নন রোদ্দুর। তিনি জানান, তিনি আর্টিস্ট (Artist)। তাঁর আর্ট কেউ বুঝতেই পারছে না।
প্রথম থেকেই ইউটিউবে সমালোচনামূলক ভিডিয়ো পোস্ট করছেন রোদ্দুর রায়। অনুগামীরা তা পছন্দও করেছে। সেই ভিডিয়োকেই আর্ট বলে দেখাতে চেয়েছেন রোদ্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করেন রোদ্দুর রায়। সেই নিয়েই মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল। ওই মামলায় ব্যাঙ্কশাল কোর্ট রোদ্দুর রায়কে আরও সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
আরও পড়ুন: প্রবল গরমে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত একাধিক বেসরকারি স্কুলে
দু বছর আগে আরও একটি মামলার নতুন করে শুনানিও হয়। সেটিও রোদ্দুর রায়ের নামে বেশ কয়েকটি ভিডিয়ো সংক্রান্ত অভিযোগ। বটতলা থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় সেনা, জাতীয় পতাকা, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননা করেছেন বলে অভিযোগ আছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে।