ওয়াটগঞ্জ কাণ্ডে তদন্ত এগোতেই একের পর এক সামনে আসছে শিউরে ওঠার মতো তথ্য। দুর্গা সরখেলের মৃত্যু তদন্তে নেমে এখনও পর্যন্ত মৃতার দেহের কিছু অংশ খুঁজে পাওয়া যায়নি। আর তাতেই তদন্তে বাধা আসছে। পুলিশের অভিযোগ তদন্তকারীদের সঙ্গে একেবারেই সহযোগিতা করতে চাইছেন না ওয়াটগঞ্জ কাণ্ডে ধৃত মৃতার ভাসুর নীলাঞ্জন সরখেল। পুলিশের অনুমান বাকি অংশ গঙ্গায় ফেলা হতে পারে। এই সূত্রেই, গঙ্গায় তল্লাশি চালাবে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ভাসুর ওই মহিলাকে বাথরুমে খুন করে, তাঁর দেহ টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাইকেলে করে ফেলতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজেও এমন ছবি ধরা পড়েছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই খুনের পিছনে তন্ত্র সাধনার যোগ থাকতে পারে।
Watgunge Murder Case : ওয়াটগঞ্জ কাণ্ডে ধৃত ভাসুরের পুলিশী হেফজত, চলছে জিজ্ঞাসাবাদ
তবে দুর্গা সরখেল খুনে নীলাঞ্জনকে আর কেউ সাহায্য করেছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক মৃতার স্বামী। পুলিশ জানিয়েছে, আগে খুন করার পর দেহ টুকরো করা হয়েছে। বাথরুমে দেহ টুকরো করার পর, ভাসুর নিজেই সেসব রক্ত ধুয়ে মুছে সাফ করে তারপর দেহ ফেলতে গিয়েছিলেন।