সিঁথিতে চওড়া সিঁদুর। গলায় সোনার হার। পরনে লাল শাড়ি-ব্লাউজ। মাথায় এক মাথা ঘোমটা। ঠিক যেন কনে বউ। কে বলবে সবেমাত্র ক্লাস সেভেনে উঠেছে এই মেয়ে। শনিবার মধ্যরাতে কনে বেশে এমনই একটি লাজুক মিষ্টি ছবি নিজের সোশ্যাল একাউন্টে শেয়ার করে অভিনেত্রী হিয়া দে। যা দেখে রীতিমতো হতবাক সকলে।
বউ বেশে হিয়াকে দেখে অনেকেই লিখেছেন দারুন লাগছে। আবার কেউ কেউ বলেছেন পটলের কি বিয়ে হয়ে গেল? আচমকা এমন বউ সেজে ছবি দেওয়ায় কার্যত হতবাক সকলে।
ছোট পর্দা থেকে দূরে থাকলেও পটল কুমার গানওয়ালা অর্থাৎ অভিনেত্রী হিয়া কিন্তু ইনস্টাগ্রামে বেশ অ্যাকটিভ। মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করেন। যেখানে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেয়। কিন্তু আচমকা বউয়ের বেশে কেন?
আরও পড়ুন- প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ, প্রকাশ্যে ট্রেলার
এক সংবাদ মাধ্যমকে হিয়া জানিয়েছে, ছবিটি দু'বছরের আগের। সিঁদুর পড়ে দেখলে লোকজন এমন মন্তব্য করেন। কিন্তু কোন মন্তব্যে কান না দিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত সে। মন থেকে ভাল লাগলে তবেই কোনও চরিত্রে অভিনয় করবে। তবে, ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছে হিয়া।