স্ত্রীকে খুন করেননি। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করলেন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমার (Prakash Kumar)। বৃহস্পতিবার প্রকাশকে উলুবেড়িয়া মহকুমা আদালতে হাজির করানো হয়। তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বাগনান থানা থেকে উলুবেড়িয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় প্রকাশকে। সেখানে সাংবাদিকদের সামনে তিনি জানান, প্রথম পক্ষের স্ত্রী শ্রদ্ধার সঙ্গে বনিবনা হত না রিয়ার। তাঁদের আইনমাফিক বিচ্ছেদ হয়নি। পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সম্পর্কে ছেদ পড়ে। প্রকাশের দাবি, এত দূর থেকে এখানে এসেছে রিয়াকে কেন মারবেন তিনি। দুষ্কৃতী হামলাতেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।
আরও পড়ুন: প্রথম দিনই একটু খুঁড়িয়ে, ১৮টি স্টেশনে দাঁড়াবে 'গতিশীল' বন্দে ভারত এক্সপ্রেস
প্রকাশ, তাঁর দুই ভাই ও প্রথম পক্ষের স্ত্রী শ্রদ্ধার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করে রিয়ার ভাই। এরপরই প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ।