Pre widding Festival: পঞ্চায়েত অফিসেই বিডিও-র আইবুড়ো ভাতের আয়োজন, ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুর কটাক্ষ

Updated : Jul 04, 2024 16:01
|
Editorji News Desk

বর্ধমানের পঞ্চায়েত  অফিসেই বসেছে আইবুড়ো ভাতের আসর। ব্যবস্থা রয়েছে চন্দনের ফোঁটা এবং ফুল মালারও। আর মাথার উপরে রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যাঁর জন্য এতকিছুর আয়োজন তিনি হলেন বর্ধমান ১-এর বিডিও  রজনীশকুমার যাদব। এই ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।  

কী দেখা গিয়েছে ভিডিয়োতে? 
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিয়ো দেখা গিয়েছে, বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশের জন্য আইবুড়ো  ভাতের আয়োজন করা হয়েছে। এবং তারপর বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা-এর কাছ থেকে চন্দনের ফোঁটা নিচ্ছেন। এবং সবশেষ তাঁকে প্রণামও করেন রজনীশ। আর এরপরেই তৈরি হয়েছে বিতর্ক। কেন পঞ্চায়েত অফিসে আইবুড়ো ভাতের আয়োজন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে নিয়েও কটাক্ষ করেন তিনি। 

কী লিখেছেন শুভেন্দু অধিকারী? 
নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, "কত সুন্দর! পঞ্চায়েত অফিসের মধ্যে বর্ধমান ১ ব্লকের BDO-র আইবুরো ভাতের আয়োজন করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার এই অনুষ্ঠানটি কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। এটা এখন পশ্চিমবঙ্গের একটা রীতি হয়েছে। শাসক দল এবং রাজ্য প্রশাসনের মধ্যে যে সীমারেখাটা থাকা দরকার তা অস্পষ্ট।"     

Panchayat

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি