ব্রিগেডে অনেক সভা দেখা গিয়েছে। দলীয় সূত্রে খবর, এবার জনগর্জন সভাকে যেভাবে সাজাচ্ছে তৃণমূল, তা সম্পূর্ণ অভিনব। কনসার্টের আদলে সাজানো হয়েছে জনগর্জন সভার মঞ্চ। তৈরি করা হয়েছে 'ব়্যাম্প'।
খতিয়ে দেখল পুলিশ
শুক্রবার দুপুরে মঞ্চ ও আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখে কলকাতা পুলিশের একটি দল। সব ঠিক ছাকলেও এই 'ব়্যাম্প' নিয়েই চিন্তা পুলিশের। মহিলা পুলিশ আইপিএস অফিসাররা পুলিশ কর্মীদের নির্দেশ দেন, ব়্যাম্পের নিরাপত্তা আরও জোরদার করতে হবে।
কেমন হচ্ছে এবার মঞ্চ
তিনটি বড় মঞ্চ, তার নিচে আরও দুটি ছোট মঞ্চ। মূল মঞ্চের মাঝখান থেকে নেমে গিয়েছে 'ব়্যাম্প'। প্রায় ৩০০ মিটার লম্বা প্ল্যাটফর্ম। তার ডান দিক ও বাঁ দিকে ১০০ মিটার করে লম্বা দুটি ডানা। বক্তৃতা করতে করতে জনতার আরও কাছাকাছি পৌঁছে যেতে পারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেটাই চিন্তা বাড়াচ্ছে কলকাতা পুলিশের।