কলকাতার দক্ষিণেশ্বর, বেলুড়মঠের সঙ্গেই আগামীদিনে গঙ্গারতি হবে কালীঘাট, তারাপীঠের মতো পীঠস্থানে। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্পে যোগ দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই বাবুঘাটে শুরু হয়ে যাবে গঙ্গারতির প্রস্তুতি। ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। ওই দিন থেকেই শহরে গঙ্গারতির প্রস্তুতি শুরু করতে চান মুখ্যমন্ত্রী। সেইকারণে তিনি এদিন নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে।
কাশী বিশ্বনাথের মন্দিরে যে ভাবে সন্ধ্যায় গঙ্গারতি হয়, সেই ধাঁচেই কলকাতায় গঙ্গারতি করাতে চান মুখ্যমন্ত্রী। সেই কারণে তিনি জানিয়েছেন, বাবুঘাটে সন্ধেয় গঙ্গা আরতির ব্যবস্থা করা হবে। কলকাতার এই গঙ্গা-আরতি তিলোত্তমার অন্যতম নজরকাড়া গন্তব্য হয়ে উঠবে বলেও আশাবাদী তিনি। পাশাপাশি কোনওরকম অঘটন এড়াতে প্রশিক্ষিতদের দিয়েই এই গঙ্গারতি করানো হবে বলেও জানিয়েছেন মমতা।
মঙ্গলবারই পুলিশের অনুমতি ছাড়াই বাবুঘাটে গঙ্গারতি কর্মসূচি পালন করেছেন রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা। ওই কর্মসূচিতে ছিলেন স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এদিন নাম না করলেও মঙ্গলবারের বিজেপির এই কর্মসূচির কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব বিষয়ে পরিকল্পনা জরুরি। এই ব্যাপারেও সরকার পরিকল্পনা ছাড়া কোনও কাজ করবে না।