শুক্রবার প্রজাতন্ত্র দিবস। তার নিরাপত্তার প্রস্তুতি শুরু করল দিল কলকাতা পুলিশ। বুধবার সকালে রেড রোড ঘুরে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রতিবারের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে লালবাজার জানিয়েছে, বুধবার রাত থেকেই শহরের প্রতিটি রাস্তায় হবে নাকা চেকিং। বিশেষ করে নজরে থাকবে রেস্তোরাঁ এবং শপিং মল। এই বছরের শুরুতেই কলকাতা জাদুঘর উড়িয়ে দেওয়া হুমকি মেল এসেছিল। দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ।
সক্রিয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রজাতন্ত্রের নিরাপত্তায় কলকাতাকে কার্যত দূর্গে পরিণত করা হচ্ছে।