প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) প্রদর্শনের মাঝেই বন্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র (BBC Documenotory)। এসএফআইয়ের (SFI) অভিযোগ, ইচ্ছে করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন আছে বলেও দাবি বাম ছাত্র সংগঠনের।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় বিবিসির 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন' তথ্যচিত্রটি। শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তা দেখানোর কথা ছিল। এসএফআইয়ের অভিযোগ, তথ্যচিত্র শুরু হওয়ার আধ ঘণ্টা পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছে বাম ছাত্র সংগঠন।
আরও পড়ুন: BBC-এর তথ্যচিত্র প্রদর্শন রুখতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, জারি ১৪৪ ধারা
ঘটনার পর এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "ছাত্র বিরোধিতায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় যে একই জায়গায় আছেন, প্রেসিডেন্সি তারই প্রমাণ।" ময়ূখের দাবি, মাত্র আঘ ঘণ্টা দেখানো সম্ভব হয় তথ্যচিত্রটি। এরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, অভিযোগ এসএফআইয়ের।