২০০ বছরের ইতিহাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) পূর্বে কোনওদিন সরস্বতী পুজো হয়নি। কিন্তু এবার প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হবে। সোমবার রাতে ফেসবুকে সরস্বতী পুজোর আমন্ত্রণ পত্র পোস্ট করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। দীর্ঘদিন থেকেই কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীদের একাংশের মত ছিল বিশ্ববিদ্যালয়ে পুজো নয়। তৃণমূলের দাবি ছিল, 'পুজো হবেই'। অবশেষে প্রকাশ্যে আমন্ত্রণের কার্ড ও। সেখানে লেখা, ‘‘প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হচ্ছে, সকলের আমন্ত্রণ রইল। উদ্যোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট"।
তবে ক্যাম্পাসের অন্দরেই এখনও অনুমতি নেই পুজো করার। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী জানান, তারা শেষ পর্যন্ত চেষ্টা করবেন কর্তৃপক্ষকে রাজি করিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বাগদেবীর আরাধনা সারতে, যদি কর্তৃপক্ষ অনুমতি না দেয় তবে গেটের সামনেই পুজো হবে।