দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে সরস্বতী পুজোর (Saraswati Puja) প্রস্তুতি শুরু হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University)। অভ্যন্তরীণ তরজা ভুলে তৃণমূল ছাত্রপরিষদের (TMCP) উদ্যোগেই এই পুজোর আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে দেবী সরস্বতীর মূর্তি আনা হয় বিশ্ববিদ্যালয়ে। তবে, তা নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। দেওয়া হয়েছে আলপনাও। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের এই অস্থায়ী মঞ্চেই সরস্বতী পুজো করা হবে বলে জানা গিয়েছে। এত বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করার ফলে রীতিতে বড়সড় বদল হবে বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুন- মডেল অপা, কাকুঁড়গাছির এক ক্লাবে সরস্বতীর থিম 'বঙ্গে বিদ্যা বিক্রি', নিন্দায় তৃণমূল