প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যেন থামার নাম করছে না। কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনেই পুজো করেছিল প্রেসিডেন্সির তৃণমূল ইউনিট। এবার সেই পুজোর বিরুদ্ধেই আঙুল তুলে বিবৃতি দিল SFI। তাদের দাবি, সেই পুজোর মঞ্চে দেখা যায় বেশ কিছু ধর্মীয় সিম্বল। তারমধ্যে ছিল ক্রস এর ছবি ও আল্লাহ লেখা।
এর বিরুদ্ধেই SFI এর অভিযোগ, প্রেসিডেন্সির দুইশতাধিক বছরের ধর্মনিরপেক্ষ ,প্রগতিশীল সত্বাকে খর্ব করে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের মাধ্যমে TMCP আদতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন এক কাজ করেছে।উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাধারণ ছাত্রদের তার মধ্যে জড়িয়ে নেওয়ার অনৈতিক প্রয়াস ও করেছে। এই ঘটনারই নিন্দা জানিয়ে বিবৃতি দেয় SFI।