শেষ হল রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। বিধানসভায় ভোট দিলেন রাজ্যের তৃণমূল ও বিজেপি বিধায়করা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অন্য ছবি দেখা গেল রাজ্য বিধানসভায়। সকালে বিজেপির বিধায়কদের বিরুদ্ধে নামচি পরার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস (TMC)। বিকেলে বিজেপি বিধায়কদের অভিযোগ, বিধানসভার মধ্যে গাড়ি নিয়ে ঢুকেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ২টো নাগাদ বিধানসভা চত্বরে আসেন তিনি। ভোট দেন ৩টে ৩৩ মিনিটে।
জানা গিয়েছে, রাজ্যে ২৯৩ জন বিধায়ক ভোট দিয়েছেন। ভোট দিতে আসেননি তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকিও অনুপস্থিত ছিলেন। সকাল থেকে বিজেপি বিধায়করা দাবি করেন, তৃণমূলের অনেকেই ভোট দেবেন দ্রৌপদী মুর্মুকে। পাল্টা দাবি করে তৃণমূলও। বিধায়ক ফিরহাদ হাকিম জানান, বিজেপির অনেকেই যশবন্ত সিনহাকে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বিধানসভায় আসেন মুকুল রায়ও।
আরও পড়ুন: তিনতলার ছাদ থেকে ৪ মাসের শিশুকে ছুড়ে ফেলল বাঁদর! ঘটনাস্থলেই মৃত্যু
এদিন বিধানসভায় বিধায়ক ও সাংসদ মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোটার সংখ্যা ছিল ২৫৪। লোকসভার সাংসদদের দায়িত্ব সামলাছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদদের দায়িত্বে সুখেন্দু শেখর রায়। এদিকে বিজেপির মোট ভোটার সংখ্যা ৭০ জন বিধায়ক ও ১৬ জন সাংসদ।