বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থানরত উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। অধিকাংশ পোস্টারে তাঁকে ফেরানোর দাবি তোলা হয়।
অধিকাংশ চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের কাছে ভগবান। চাকরিপ্রার্থীদের দাবি, যে বিচারপতিই মামলা শুনুন, তাঁদের শিরদাঁড়া যেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো সোজা থাকে।
শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ সংক্রান্ত সব মামলা শোনা থেকে অব্যহতি দিয়েছেন। কী কারণে তাঁকে সরানো হয়েছে, নির্দেশের কপি আসার পরই তা বোঝা যাবে।