টেট পরীক্ষার (TET Exam 2022) ২৪ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে এসে বিস্ফোরক পর্ষদ সভাপতি গৌতম পাল (Primary Chairman Goutam Paul)। তাঁর দাবি, কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। প্রশাসন এই নিয়ে অবগত আছে। পর্ষদও সতর্ক আছে। যদি এমন কাউকে দেখা যায়, প্রশাসনের কাছে তাদের কঠোরতম শাস্তির সুপারিশ করা হবে, জানাল পর্ষদ।
টেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্য আরও বিষয় নিয়ে এবার কড়া পর্ষদ ও প্রশাসন। একগুচ্ছ নতুন নিয়মও জারি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্র খুলে যাবে সকাল সাড়ে ৯টায়। তবে টেট পরীক্ষায় গণ্ডগোল পাকানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, "প্রশাসনের কাছে, আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে। কেউ কেউ তারা পরীক্ষা ব্যবস্থা, সেখানে বিঘ্ন তৈরি করতে চাইছেন। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি, প্রশাসন কিন্তু অবগত আছে। পর্ষদও সতর্ক আছে। আমরা যদি দেখি, কোনও পরীক্ষার্থী, পরীক্ষাবিধি ঠিক মতো পালন না করে, বিঘ্ন তৈরি করার চেষ্টা করছেন। বা বাইরের কোনও ব্যক্তি, বিঘ্ন তৈরি করার চেষ্টা করেন, আমরা প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির সুপারিশ করব।"
আরও পড়ুন: ডুপ্লিকেট OMR শিট, বায়োমেট্রিক ভেরিফিকেশন, প্রশ্নফাঁস ঠেকাতে সতর্কতা, জানাল পর্ষদ
রবিবার টেট শুরু হবে দুপুর ১২টা থেকে। সাড়ে ১১টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে হবে। শনিবার সাংবাদিক বৈঠকে একগুচ্ছে পরীক্ষাবিধিও ঘোষণা করেছে প্রাথমিক পর্ষদ।