শুক্রবার ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাই কোর্টের রায়ের কিছুক্ষণ পরই প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এখনও ওই রায় হাতে পাননি তাঁরা। তবে এই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন। নির্দেশ পেলে সিদ্ধান্ত নেবে পর্ষদ।
৩৬ হাজার শিক্ষকের কোনও প্রশিক্ষণ নেওয়া নেই বলে, চাকরি বাতিল করা হয়েছে। এমনই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও পর্ষদ সভাপতি গৌতম পালের দাবি, এনসিটিই নিয়ম মেনে তাঁদের ওডিএল মোডে প্রশিক্ষণ করিয়েছে পর্ষদ।