প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিনি। অন্যদিকে শোকাহত রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও শোক জ্ঞাপন করেছেন।
কী লিখেছেন নরেন্দ্র মোদী?
নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তিনি শোকাহত। তিনি ছিলেন একজন রাজনৈতিক দিকপাল। যিনি বাংলার প্রতি অত্যন্ত দায়বদ্ধ ছিলেন। তাঁর পরিবার এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে তাঁর মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন নেতা ছিলেন যিনি জীবনের সমস্ত ক্ষেত্রে মানুষের ভালবাসা এবং সম্মান পেয়েছেন। অনাড়ম্বর জীবন যাপন, উচ্চ মার্দের ভাবনা চিন্তা ছিল তাঁর।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্য়াভিনিউ-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে সেখানে পৌঁছন তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। শুক্রবার তাঁর দেহ দান করা হবে বলে জানিয়েছেন মহম্মদ সেলিম।
এদিকে প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্য়াভিনিউ-এর বাড়িতে ভিড় জমান দলের নেতা, কর্মী ও সমর্থকরা। বাড়ি থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। বৃহস্পতিবার সেখানেই থাকবে তাঁর দেহ।