ইতিহাসে প্রথমবার। গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। বুধবার কলকাতায় সেই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড স্টেশন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এছাড়াও কলকাতার আরও দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।
এদিন সকাল থেকে সাজ সাজ রব ছিল এসপ্ল্যানেড স্টেশনে। সকালে রাজভবন থেকে এই স্টেশনে আসেন প্রধানমন্ত্রী। রুবি থেকে গড়িয়া এবং তারতলা থেকে মাঝেরহাট মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পাশাপাশি দেশের একাধিক মেট্রো প্রকল্পের এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।