সরিয়ে দেওয়া হল আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সুহৃতা পালকে। এছাড়া MSVP পদ থেকে বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে এই বিষয়ে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
আর জি কর হাসপাতালে অধ্যক্ষ পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তাঁর পরিবর্তে ওই হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছিল সুহৃতা পালকে। জুনিয়র ডাক্তাদের অভিযোগ, হাসপাতালে না গিয়ে স্বাস্থ্যভবন থেকে কাজ করছেন তিনি। তাই তাঁকেও সরিয়ে দেওয়ার দাবি তোলেন চিকিৎসকরা। সেইমতো বুধবার সুহৃতা পালকেও সরিয়ে দিল স্বাস্থ্যভবন।
এদিকে এরপর রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সুহৃতা পালকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপর আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। এর পাশাপাশি RG করের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আর্জি করেন তিনি।