একটু বৃষ্টি হলেই অথৈ জলে নাকানি চোবানি খাচ্ছে তিলোত্তমা, অন্যদিকে ডেঙ্গি ভীতি সঙ্গে হকার সমস্যা। তাঁর টেবিলে রোজই একাধিক বিষয়ে জমা পড়ছে অভিযোগ পত্র। তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাজের ব্যস্ততায় মাথা তোলার জো থাকে না তাঁর। কিন্তু এবার তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে।
Jol Thoi Thoi Bhalobasa: ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা, জমিয়ে বাঁচার গল্প বলবে নতুন মেগা 'জল থই থই ভালবাসা’
ফিরহাদ হাকিমের বিবাহবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। স্ত্রী ইসমাতকে জড়িয়ে আদুরে মুহূর্ত শেয়ার কাটাচ্ছেন কলকাতার প্রথম নাগরিক। একেবারে রঙমিলান্তি করে সেজেছেনও দুজনে। গলায় গোলাপের মালা। এই ছবি শেয়ার করে প্রিয়দর্শিনী লম্বা পোস্টে তাঁদের ‘পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা। সবচেয়ে সুন্দর মানুষ’, বলে উল্লেখ করেছেন।