ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল(Students Protest in Medical College)। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটকে রাখার অভিযোগ উঠেছে। অন্যদিকে, নার্সিং সুপারকে আটকে রাখার অভিযোগে রাতেই অধ্যক্ষের ঘরের সামনে পাল্টা অবস্থানে(Nurse Agitation in Medical College) বসেন নার্সরাও। তাঁদের দাবি, নির্বাচনের ক্ষেত্রে নার্সিং সুপারের কোনও ভূমিকা নেই। ফলে তাঁকে ছেড়ে দেওয়া হোক। তবে ডাক্তারি পড়ুয়া বা নার্স দু'পক্ষেরই দাবি, এই বিক্ষোভের ফলে পরিষেবায় কোনও ঘাটতি পড়ছে না। উল্লেখ্য, শুধু মেডিকেল কলেজ(Calcutta Medical Colllege & Hospital) নয়, দীর্ঘদিন ধরেই রাজ্যের সিংহভাগ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেই বন্ধ রয়েছে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন(Students Union Election)।
জানা গিয়েছে, সোমবার দুপুর থেকেই অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে(Students Protest in Medical College) বসেন ডাক্তারি পড়ুয়ারা। রাতভর সেই বিক্ষোভ চলার পর মঙ্গলবার তা আরও বড় আকার নেয়। পড়ুয়াদের দাবি, যাঁদের ডিউটি নেই, সেই ইন্টার্নরাই বিক্ষোভে সামিল হচ্ছে। ফলে পরিষেবায় ঘাটতি পড়ার কোনও আশঙ্কা নেই।
আরও পড়ুন- Rail Roko: উত্তরবঙ্গের ৩ জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো, দুর্ভোগে যাত্রীরা
বহুদিন ধরেই ছাত্র সংসদ নির্বাচনের(Students Protest in Medical College) দাবিতে বিক্ষোভ-অবস্থান চলছে মেডিকেল কলেজে। সোমবার রাত থেকে তা বড় আকার নেয়। পড়ুয়াদের দাবি, ২২ ডিসেম্বর নির্বাচন নিয়ে বৈঠোকের কথা জানানো হয় কলেজের(Calcutta Medical College) তরফে। কিন্তু ফের তা পিছিয়ে যেতেই বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা।