ষষ্ঠীর দুপুর থেকে প্রতিবাদের যে ঝড় পুজোর কলকাতায় উঠেছিল, তা অব্যাহত রইল সপ্তমীর রাত পর্যন্ত। থিম আর সাবেকিয়ানায় যখন ঠক্কর খেল কলকাতা। তখন ধর্মতলা থেকে ফের আরজি কর আর জয়নগরের প্রতিবাদে পরিক্রমা করতে রাস্তায় নামলেন আন্দোলনকারীরা। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে আলিপুর আদালতে পেশ করা হল ত্রিধরার পুজো মণ্ডপে বিচার চেয়ে স্লোগান তোলা নয় বিক্ষোভকারীকে।
সপ্তমীর সন্ধ্যায় ধর্মতলায় প্রথমে জড়ো হয়েছিলেন প্রতিবাদীরা। সেখানেই তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। একটার পর একটা গার্ড রেল টপকে চাঁদনিচক ধরে এগিয়ে যায় আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিল। এদিন শক্তি বাড়িয়ে মাঠে নামলেও কলেজ স্ট্রিট পর্যন্ত এই পরিক্রমা মিছিল কার্যত অনুমতি দেয় পুলিশ।
কিন্তু কলেজ স্কোয়ারের কাছে বিরাট পুলিশি বাধার সামনে ফিরতে হয় আন্দোলনকারীদের। এদিনও পুলিশ জানায়, এই পরিক্রমার কোনও অনুমতি নেই। তাই এর থেকে বেশি আর এগোতে দেওয়া যাবে না। যাঁরা ঠাকুর দেখতে রাস্তায় বেড়িয়ে ছিলেন, তাঁরাও কিছুক্ষণের জন্য থমকে যান।
এদিকে, মনে সপ্তমী আর তিথিতে অষ্ঠমী মাথায় নিয়ে এদিন সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ে জনতা। রাত যত বেড়েছে, ততই হয়েছে জনজোয়ার। উত্তরের সাবেকিয়ানার সঙ্গে এবার পাল্লা দিয়েছে দক্ষিণের থিম। সন্ধ্যায় নামতেই ঢল নেমেছে একডালিয়া, সিংহি পার্কের মতো মণ্ডপগুলিতে। ঠিক তেমনই ভিড় ছিল হাতিবাগান নবীন সংঘ, নলিন সরকার স্ট্রিটেও।