এবার বিশ্বকবির বাসভবনেও শাসকের থাবা। জোড়াসাঁকোর বিখ্যাত মহর্ষি ভবনে, দক্ষিণের বারান্দার ঠিক নীচেই গড়ে উঠেছে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ঝাঁ-চকচকে অফিস। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কলকাতা হাইকোর্টে বেআইনী নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হতেই তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় ইউনিয়ন রুমের সেই বোর্ড। যদিও এই ঘটনাকে 'গর্হিত' আখ্যা দিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর দাবি, এর পিছনে কোনও প্রশাসনিক অনুমতি নেই। তবে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবি, নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তাঁরা এগিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশের অভিযোগ, রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত দক্ষিণের বারান্দার নীচের অংশের দালান, দু’টি ঘর ইচ্ছামতো রং করা হয়েছে। এছাড়াও ঘরের মেঝের স্তর পাল্টানো হয়েছে বলেও অভিযোগ। যদিও তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবি, বাম আমলেও ওই একই জায়গায় ইউনিয়ন রুম ছিল। বাড়তি কোনও নির্মাণ হয়নি। ফলে অহেতুক রাজনীতি করার অভিযোগ তুলেছেন তাঁরা।
আরও পড়ুন- Mamata Banerjee: নজরে পঞ্চায়েত ভোট, একদিনের সফরে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়