লোকসভা ভোটে তিনি প্রার্থী হচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই খবর চাউর হয়েছিল। যদিও এই ব্যাপারে সাবধানে ব্যাট চালিয়েছিলেন রচনা। জানিয়েছিলেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আসন্ন লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর থেকে প্রার্থী করা হতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়কে। পাঁচ বছর আগে পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্র কাঁথি এবং তমলুক, দুটি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। কাঁথিতে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি।
প্রশ্ন হচ্ছে কাঁথি না তমলুক, কোন আসনে রচনাকে প্রার্থী করবে তৃণমূল ? রাজনৈতিক মহলের মতে এই ব্যাপারে ধরে খেলতে চাইছে বাংলার শাসক দল। কারণ, শোনা যাচ্ছে তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাই, পরিস্থিতি দেখে নিয়েই হয়তো রচনার কেন্দ্রের নাম ঘোষণা করতে পারে তৃণমূল।